কক্সবাজারে পরিত্যক্ত হ্যাচারিতে গুলিবিদ্ধ লাশ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী সাগরপাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত হ্যাচারি থেকে বশির আহমেদ (৪৩) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয়রা সীমুজি হ্যাচারির ভেতরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত বশির আহমদ কুমিল্লা জেলার বড়ুরা থানার আবু তাহের ছেলে। তিনি গত কয়েক বছর ধরে কক্সবাজার শহরের কলাতলীতে অন্যের জমিতে পাহারাদার হিসাবে সপরিবারে বসবাস করে আসছিলেন বলে জানান শহরের কলাতলী ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমএ মঞ্জুর।

তিনি বলেন, কী কারণে বশির আহমদকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া এলাকার কেউ গুলির আওয়াজও শুনেনি।

নিহত বশির আহমদের স্ত্রী রাশেদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার স্বামীকে গুলি করে মেরে ফেলার খবরটি স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন। তিনি স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, আমার স্বামী একজন পোনা আহরণকারী দিনমজুর। সাগর থেকে পোনা ধরেই আমাদের সংসার চলে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কলাতলীর পরিত্যক্ত একটি হ্যাচারি থেকে বশির নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এরপর শুক্রবার বিকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডিও তৎপরতা শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধআখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
পরবর্তী নিবন্ধশখের বশে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু