কক্সবাজারে ৯ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে তিন বখাটেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নতুন জীবনের সদস্যরা। গতকাল শুক্রবার শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল মো. আরিফ, মো রাশেদ ও মো. হারেস। এরা তিনজন চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু জানান, ৯ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় এসে তাকে ঘটনাটি জানায়। পরে সংগঠনের সদস্যরা এ শিশুকে সাথে নিয়ে ৩ জনকে খুঁজে বের করে ও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ৩ জনই অপরাধের কথা স্বীকার করেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।