কক্সবাজারে নিজ বাড়িতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা থেকে তন্নী চৌধুরী (২১) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তন্নী বৈদ্যঘোনা এলাকার প্রেস ব্যবসায়ী নেপাল চৌধুরী ও এনজিও কর্মী শোভা চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা তন্নী চৌধুরীর নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে সেটি কি প্রেমঘটিত, না পারিবারিক মনোমালিন্যের কারণে; তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তন্নী বাসায় একা ছিলেন। তার পিতা নেপাল চৌধুরী ব্যবসায়িক কাজে এবং মা শোভা চৌধুরী চাকরি সূত্রে বাড়ির বাইরে ছিলেন। বিকেলে একাধিকবার ফোন করেও মেয়ের সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয়দের দেখতে বলেন তার মা। পরে স্থানীয়রা তার বাড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

উল্লেখ্য, এর আগে গত মাসের শুরুতে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক এবং গত ফেব্রুয়ারিতে ঝিলংজায় এক গৃহবধূ একই কায়দায় আত্মহত্যা করে। এছাড়া গত বছর আগস্টে কক্সবাজার হোটেলমোটেল জোনের আবাসিক হোটেলে গলায় ফাঁস লাগিয়ে ছয় দিনে তিন জনের আত্মহত্যার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পূর্ববর্তী নিবন্ধনগরে বেশি আত্মহত্যা বন্দর ইপিজেডে, কম খুলশীতে
পরবর্তী নিবন্ধ‘বিকল্প ব্যবস্থা হবে, সিন্ডিকেট এমনি ভেঙে যাবে’