কক্সবাজারের উখিয়ায় পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুইটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।
তার মধ্যে একজন অজ্ঞাতনামা মানষিক ভারসাম্যহীন ব্যক্তি আর অন্যজন রোহিঙ্গা নারী বলে জানা গেছে।
মঙ্গলবার (০৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের গিলাতলী ছয়তারা রোডের এমএসএফ অফিস সংলগ্ন কবির সওদাগরের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন মরদেহ দুইটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন,- “উখিয়া বাজার সংলগ্ন ছয় তারা রোডের পাশে অজ্ঞাতনামা ভবঘুরে পুরুষ (৩৫) পাগল মৃত্যুবরণ করেন। সে কয়েকদিন আগে থেকে ওই এলাকায় ঘোরাফেরা করছিল মর্মে জনশ্রুতি আছে। তার পরিচয় এবং নাম ঠিকানা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”
এদিকে একইদিন সকাল ১১ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রফিকা বেগম (২৩)। সে এক্সটেনশন ২০ ক্যাম্পের এস-০২ বি-০২ ব্লকের বাসিন্দা মো. নুরুল আমিনের মেয়ে।
রোহিঙ্গা ক্যাম্প সুত্রে জনা গেছে মঙ্গলবার ১১ টার দিকে রফিকা বেগম পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরের আড়ার রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পাশের শেডের রোহিঙ্গারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।