কক্সবাজারে নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার

মৃত মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ১২:৩৯ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীতে নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর মিসবাহ উদ্দিন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেলে চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ সকালে ভাটার সময় বাঁকখালী ব্রিজের কাছে চরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, প্রায় ২০ মাস আগে মাওলানা নুরুল আলমের আরেক ছেলে নকিব উদ্দিনও স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা গিয়েছিল। মাত্র ২০ মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন জানান, মিসবাহ নিখোঁজ হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ সার্বক্ষণিক খোঁজ রাখছিল। তাকে উদ্ধারে ডুবুরি দল ও লাইফ গার্ড দিয়ে তল্লাশি চালানো হয়। তিনি আরও জানান, শোকাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে ‘নদভীর ক্যাশিয়ার’, এবার বিএনপি নেতা পরিচয়ে
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক