কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ধারালো ছুরিসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনকাইয়ে ব্যবহৃত একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে। গত সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কঙবাজার পৌরসভার সমিতি পাড়ার মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), চকরিয়ার ঢেমুশিয়ার শহীদ হোসাইন (২৫) এবং মহেশখালীর কুতুবজোম চর পাড়ার মো. আব্দুর রহিম (১৬)।
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, পর্যটকসহ স্থানীয়দের ছিনতাই করতে একদল ছিনতাইকারী অবস্থান করার খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি ছুরি উদ্ধার করে।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি ব্যাটারি চালিত টমটম অটোরিকশাও জব্দ করা হয়।