কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় মো. বাপ্পী নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ২ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ধর্ষণ ধারায় এই দণ্ড দেওয়া হয়। অন্যদিকে পৃথক অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে কঙবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম জিল্লু রহমান এই রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহসান সিজান জানান, ২০২৩ সালের ২৭ মে ওই নাবালিকা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে অপহরণের পর ধর্ষণ করা হয়। এই ঘটনায় প্রেমিক মো. বাপ্পী ও আলী মোহাম্মদ নামের ২ জনকে আসামি করে ধর্ষণ ও অপহরণের অভিযোগ মামলা দায়ের করেন ছাত্রীর পিতা। মামলাটি দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।