কক্সবাজারে ধর্ষণের অপমানে কিশোরীর আত্মহত্যা, নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে ধর্ষণের শিকার এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শহরের সিটি কলেজ সংলগ্ন এলাকায় বসবাসকারী ওই কিশোরী গতকাল বুধবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আইসিওতে মারা যায়।

এর আগে গত ৩০ ডিসেম্বর রাতে এই ঘটনায় হৃদয় হাসান প্রকাশ বাবু নামের এক যুবসকসহ চারজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলার অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই কিশোরীর মায়ের অভিযোগ, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ফুঁসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে পার্শ্ববর্তী পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার সংলগ্ন খুনিরমাঠ এলাকার রমজান আলীর পুত্র হৃদয় হাসান প্রকাশ বাবু।

এ ঘটনা তার বাড়িওয়ালার স্ত্রী সাজেদা বেগম জানতেন। কিশোরীর মা জানান, ২১ ডিসেম্বর ভাড়া সংক্রান্ত কারণে সাজেদা বেগমের সাথে তার বাকবিতণ্ডা হয়।

এসময় সাজেদা বেগম মেয়ের ঘটনা ইঙ্গিত করে দেখে নেবেন বলে হুমকি দেন। এর একদিন পরই গত ২২ ডিসেম্বর কিশোরীকে ফুঁসলিয়ে গোপনে বাড়ি থেকে নিয়ে যায় হৃদয় হাসান প্রকাশ বাবু ও তার সহযোগীরা। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে ২৭ ডিসেম্বর রামু উপজেলার খুনিয়াপালংয়ের থোইঙ্গাকাটার হৃদয় হাসান প্রকাশ বাবুর প্রধান সহযোগী নাঈমের বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়।

গণধর্ষণের অভিযোগ সম্পর্কে কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, ‘পিতামাতা গণধর্ষণ দাবি করলেও তারা মামলার এজাহারে শুধু একজনকে ধর্ষককে হিসেবে উপস্থাপন করেছে। বাকিদের সহযোগী হিসেবে দেখিয়েছে। এর মধ্যে হাসপাতালে সে মারা গেছে। তার মরদেহে গলায় দড়ির দাগ রয়েছে। পূর্ণাঙ্গ কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এই ঘটনায় আসামি রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এদিকে খবর নিয়ে জানা গেছে, অপহৃত কিশোরীকে উদ্ধারের পর দুই পক্ষের লোকজনকে নিয়ে থানায় একটি বৈঠক হয়। বৈঠকে কিশোরী প্রাপ্তবয়সে পরিণত হলে হৃদয় হাসান প্রকাশ বাবুর সাথে বিয়ে দেয়ার সিদ্ধান্ত দেয় থানা পুলিশ। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে ভুক্তভোগী কিশোরী এবং অপমানে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে গলায় ফাঁস দেয়।

পূর্ববর্তী নিবন্ধসুসময়ে চলে গেলেন মা-মাটির নেত্রী
পরবর্তী নিবন্ধব্যবসায়ী সাঈদ আল নোমানের ব্যবসায় আয় নেই