কক্সবাজারে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৭ মামলার আসামি মো. গিয়াস উদ্দিন ও মো. সাইয়ান নামে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে র‌্যাব। গত বুধবার রাতে পৃথক অভিযানে শহরের বাজারঘাটা ও লালদিঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আ.. ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা কক্সবাজার সদরের বাজারঘাটা ও লালদিঘির পাড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ সদস্য, পর্যটকসহ ব্যবসায়ীদের আতংক, অস্ত্রসহ ৭ মামলার আসামি মো. গিয়াস উদ্দিন ও ছিনতাইকারী চক্রের আরেক সদস্য মো. সাইয়ান প্রকাশ শাহীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত ছিনতাই চক্রের সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চেচুরিয়া বাজারে আগুনে পুড়ল ৫ দোকান
পরবর্তী নিবন্ধবিশ্ব কবিতা দিবসে তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন