কক্সবাজারে তিন মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন

ইয়াবা পাচার মামলা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন মিয়ানমার নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্তরা হলেন উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি৩ ব্লকের মৃত আবুল কাশিমের ছেলে মো. কামাল হোসেন এবং ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি১৫ ব্লকের মৃত মমতাজ মিয়ার ছেলে মো. ইসমাইল ও একই আশ্রয় শিবিরের সি১৩ ব্লকের মৃত কবির আহমদের ছেলে মো. শাকের।

মামলার নথির বরাতে পিপি ফরিদুল আলম জানান, গত ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবরে র‌্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার শহরের বড়ছড়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফের দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশাকে থামার জন্য নির্দেশ দিলে গাড়িটিতে থাকা ৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীদের গ্রেপ্তারদের দেহ ও গাড়ি তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ৩৮ হাজার ৪০০ ইয়াবা টেবলেট। এ ঘটনায় পরদিন (২০২২ সালের ১৬ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এতে সাক্ষি করা হয় ১৫ জনকে। মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে ৬ জনের।

পিপি জানান, জরিমানা অনাদায়ে আসামিদের প্রত্যেককে আরও ২ বছর করে সাজার আদেশ দেওয়া হয়। মামলার রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনবীন প্রকৌশলীদের বরণ ও সংবর্ধনা এফডিইবির