কক্সবাজারে ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:২৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এক ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। নিহত ট্রলারমাঝি আব্দুল গফুর (৪৫) খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ প্যাঁচারঘোনার পেঠান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলারের মাঝি আবদুল গফুর। আজ সকালে সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেরন। এসময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করেন মাঝি। এ নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে গফুর মাঝিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল একজনের
পরবর্তী নিবন্ধমহেশখালীতে একজনকে পিটিয়ে হত্যা