কক্সবাজারে টেক্সির ধাক্কায় কলেজছাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে সিএনজিচালিত টেক্সির ধাক্কায় তসলিমা আকতার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কলাতলী বাইপাস সড়কের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক টেঙিচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহত তসলিমা কলাতলী আদর্শ গ্রাম এলাকার মোহাম্মদ হেলালের মেয়ে। তিনি কক্সবাজার উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজছাত্রী তসলিমা প্রাইভেট কোচিং শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কঙবাজার শহরমুখী একটি অটোরিকশা (সিএনজি টেক্সি) তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তসলিমা রাস্তার পাশে ওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত জনতা ধাওয়া করে ঘাতক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে নিহত কলেজছাত্রীর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু