কক্সবাজার সদরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার গভীররাতে উপজেলার খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামে একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নিয়েছে। হত্যার ঘটনা ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতার হামলায় আহত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা রাইয়ান কাশেম চট্টগ্রামে পুলিশের নজরদারীতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে। তিনি পেশায় জেলে। পুলিশের হেফাজতে ব্যক্তিরা হলেন, হ্যাচারি মালিকের ভাই তানভীর কাশেম, নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান।
নিহতের পরিবারের অভিযোগ, আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। যুবককে হত্যার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কঙবাজারের সক্রিয় নেতা। রাইয়ান এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।
কঙবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে হেফাজতে নেয় পুলিশ। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা রাইয়ান কাশেম পুলিশের নজরদারিতে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, গতকাল সোমবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদে আছর নামাজে জানাজার শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন এজাহার দেয়নি। এজাহার পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












