কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে নতুন মহাল বাজারে এই ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। তিনি স্থানীয় ওয়ার্ড যুবজামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন।। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূরের পরিবারের সাথে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা–মোকাদ্দমা ছিলো। এর অংশ হিসেবে ছৈয়দ নূরের পুত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাফি ও আরো ২ জন যুবক মিলে নতুন মহালবাজারে শত শত মানুষের মানুষের মাঝে আমজাদ হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁও‘র হাসপাতালে নেয়ার পথে মারা যান আমজাদ হোসেন।
কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, ঘাতক রাফি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, আমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।