কঙবাজার সদর উপজেলার খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন (২৫) খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আজিজ সিকদারসহ ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার রাতে সদর থানা পুলিশ ও র্যাবের কয়েকটি দল বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের আটক করে। তবে এই ঘটনায় গতরাত ১০টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে (২৫)। তিনি খুরুশকুল ২ নং ওয়ার্ড
আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন। নিহত ফয়সাল উদ্দীন কঙবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। ছাত্রলীগ নেতা ফয়সাল নিহতের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
ঘটনার পর রোববার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ঘটনার প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে গ্রেপ্তার করে। এছাড়া সদর থানা পুলিশের কয়েকটি দল বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরো ছয়জনকে আটক করে। তবে গতরাত ১০টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান কঙবাজার সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো. সেলিমউদ্দিন।