কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার ৬৮তম আসর গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। ২ দিনব্যাপী এ আসর শেষ হচ্ছে আজ শনিবার। গতকাল বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে (জেলা স্টেডিয়ামে) বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন করেন কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বলী খেলায় দেশের ৩ শতাধিক বলী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। এছাড়াও মেলায় রয়েছে নাগরদোলা, হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত শিল্পসহ নানা পণ্যের বিপুল সমাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আবহমানকাল ধরে চলে আসা গ্রাম বাংলার একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্রীড়া হল বলীখেলা। গ্রামাঞ্চল থেকে শত শত বলী এই খেলায় অংশগ্রহণ করেন। এতে সকলের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। যুব সমাজকে মাদকসহ অপকর্ম থেকে সরিয়ে আনতে এবং গ্রাম বাংলার আবহমানকালের ঐতিহ্যকে ধরে রাখতে এই ধরনের সুস্থ সংস্কৃতি চলমান রাখা দরকার।
বলীখেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।










