কক্সবাজারে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৯:৪৬ অপরাহ্ণ

কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের স্থানীয় এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

আজ রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের সী গাল পয়েন্ট সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ জানান, আজ রবিবার সকালে চকরিয়া থেকে ২০ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে আসে। তারা সকালে হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে তাদের ৬ জন সী গাল সৈকত পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানিয়েছেন, দুপুরে সৈকতের সী গাল ও জলতরঙ্গ পয়েন্টের মাঝামাঝি সাগরে তারা গোসল করতে নামে। গোসল করতে গিয়ে সাইফুল সাগরের অনেক গভীরে চলে যান। তিনি যে পয়েন্টে গোসল করতে নেমেছিলেন সেটি সৈকতের বিপজ্জনক পয়েন্ট হিসেবে চিহ্নিত এবং সেই পয়েন্টে লাল পতাকা দেয়া আছে। তারপরও বিধিনিষেধ না মেনে পর্যটকেরা গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছে।

উল্লেখ্য, এ নিয়ে গত দুই মাসে সাগরে ডুবে ৬ জন পর্যটক নিহত ও নিখোঁজ হয়।

পূর্ববর্তী নিবন্ধআদালতে শুয়ে পড়লেন পরীমনি
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে হামলায় আহত ৭