কক্সবাজারে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিপুল সরঞ্জাম। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যাক্তি পালিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধভোররাতে সিলেটে ভূমিকম্প অনুভূত, যা বলছে আবহাওয়া অফিস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো আয়োজন করছে পিএফইসি গ্লোবাল