দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কক্সবাজার সদরের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনে খুরুশকুল ছাড়া বাকি ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।
দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে খুরুশকুলের একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করায় এ ইউনিয়নের ফলাফল ঘোষণা করা যায়নি।
কক্সবাজার সদরের বাকি চার ইউনিয়নের মধ্যে ঝিলংজায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু সুলতান ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ভারুয়াখালীতে নৌকার প্রার্থী কামালউদ্দিন ও চৌফলদণ্ডিতে মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন।
পিএমখালীতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ।
ঝিলংজায় আওয়ামী লীগ প্রার্থী টিপু সুলতান(নৌকা) ৮ হাজার ৬৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আবুল কাশেম(মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ২৯৩ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত রাশেদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।












