কক্সবাজারে কিশোরীর ‘আত্মহত্যা’

উখিয়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

কক্সবাজারে শবে বরাত উপলক্ষে গরুর মাংস না কেনায় মায়ের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এছাড়া উখিয়ায় ‘বিষপানে’ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান জানান, গত শুক্রবার শহরের সমিতি পাড়ায় শবে রবাত উপলক্ষে গরুর মাংস না কেনায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আসমা আকতার (১৩) নামে এক কিশোরী। ওই কিশোরী শুটকি উৎপাদন শ্রমিক। তার বাবা নেই।

নিহতের স্বজনরা জানান, টাকা না থাকায় শবে বরাত উপলক্ষে গরুর মাংস কিনতে পারেননি কিশোরীর মা। এ নিয়ে মায়ের সাথে ঝগড়া করে কিশোরী আসমা আকতার। এক পর্যায়ে টাকা ধার করে মাংস কিনতে যান মা। কিস্তু বাড়ি ফিরে দেখেন, মেয়ের নিথর দেহ ঘরের চালার সাথে ঝুলে আছে। এদিকে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন জানান, উপজেলার রাজাপালং তামাবিল এলাকায় ‘বিষপানে’ ফাহিমা সুলতানা (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার পিতার বাড়ি রামুর খুনিয়পালং ইউনিয়নের ধেছুয়াপালংয়ে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পৃথক বাইক দুর্ঘটনায় নিহত দুই বৃদ্ধ
পরবর্তী নিবন্ধজুলাই সনদের ওপর নির্ভর করবে নির্বাচন : প্রেস সচিব