কক্সবাজারে এলপি গ্যাসের সর্বোচ্চ দাম ৭৫০ টাকা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:২২ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলায় সরকারি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের সর্বোচ্চ দাম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সাথে এলপি গ্যাস ব্যবসায়ীদের মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। তবে বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস নিয়ে যাওয়ার খরচ ক্রেতাকেই বহন করতে হবে। জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে এলপি গ্যাস ব্যবসায়ীরা কক্সবাজারে সরকার নির্ধারিত ৬০০ টাকা মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব নয় জানিয়ে দাবি করে বলেন, কক্সবাজার পর্যন্ত গ্যাস পৌঁছাতে প্রতি সিলিন্ডারের পেছনে তাদের প্রায় ৭০০ টাকা পর্যন্ত খরচ হয়। এমন অবস্থায় সরকারি মূল্যে গ্যাস বিক্রি করার জন্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়রানি করছে।
বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী বলেন, ব্যবসায়ীদেরকে ভোক্তাদের কথাও বিবেচনায় রাখতে হবে। ভোক্তাদেরও ব্যবসায়ীদের কথা বিবেচনায় রাখতে হবে। বৈঠকে প্রতি সিলিন্ডার গ্যাসের পাইকারি মূল্য ৬৮০ টাকা থেকে ৭০০ টাকা এবং খুচরা বিক্রেতাদের জন্য সর্বোচ্চ বিক্রয়মূল্য ৭৫০ টাকা নির্ধারণ করে দেয়া হয়। এর ব্যতিক্রম হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইমরান হোসাইন, ক্যাব নেতা সোহেল আহমদ, জেলা এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার, সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটনসহ এলপিজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর লাথির আঘাতে প্রাণ গেল স্ত্রীর
পরবর্তী নিবন্ধদেশে আরও ২২ মৃত্যু