কক্সবাজারে এবার ডিবির ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজ

ইয়াবা চালান ভাগাভাগি

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

ইয়াবা ভাগাভাগির ঘটনায় পুলিশ সুপার রহমত উল্লাহর পর এবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাহাঙ্গীর আলমসহ ৭ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন। তিনি জানান, ইয়াবা ভাগাভাগির ঘটনায় তাদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সবার বিরুদ্ধে তদন্ত চলমান।

ক্লোজ হওয়া ব্যক্তিরা হলেনওসি জাহাঙ্গীর আলম, এসআই সমীন গুহ, কনস্টেবল জাহিদুল ইসলাম রানা, কনস্টেবল সাইফুল হাসান, কনস্টেবল মো. রেজাউল করিম খান, কনস্টেবল মোহাম্মদ ইরফান, কনস্টেবল (ড্রাইভার) রিয়াজ উদ্দিন। এর আগে গত সোমবার একই ঘটনায় পুলিশ সুপার রহমত উল্লাহকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। তাদের অনুসন্ধানী সংবাদের সত্যতা থাকায় ইতোমধ্যে দুই এসপিকে ক্লোজ করেছি।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ‘মিলেমিশে সাড়ে ৩ লাখ পিস বিক্রি : এসপির ইয়াবা কারবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ৬ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ৪ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জব্দ করা হয়। ওই অভিযানে ডিবির ওসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল ৪ জনকে আটক করেছিল; কিন্তু ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে তিন ইয়াবা কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৭৮ লাইটারেজ জাহাজকে সতর্ক, ১৬ টির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধপ্রেমিকের কথায় বিষ খেলেন প্রেমিকা