কক্সবাজারে একদিনে তিন লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারে একদিনে মিলেছে ৩টি লাশ। রামু ও টেকনাফ মেরিন ড্রাইভ থেকে পৃথকভাবে ওই লাশ ৩টি উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, লাশটি দেখে মনে হচ্ছে কোন সড়ক দুর্ঘটনা অর্থাৎ গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে, কোনসময় বা কি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে রামুতে নবজাতক সহ অজ্ঞাত পরিচয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করে চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল পয়েন্টে বাঁকখালী নদী থেকে। এ লাশটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চেইন্দা এলাকার কাইম্যার ঘোনায় সড়কের পাশ থেকে একটি কাগজের কাটুনে নবজাতকের মরা লাশ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধডা. সৈয়দ আবু তাহেরের ১ কোটি ২০ লক্ষ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধব্যাটিং স্বর্গে স্বপ্নের দিনের প্রত্যাশায় টাইগাররা