বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কক্সবাজারে শহরের গুনগাছতলা এলাকায় সহিংসতার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৭০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এনামুল হক নামে বৈষম্য বিরোধী জুলাই গণ–আন্দোলনের এক ছাত্রপ্রতিনিধি বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, মামলায় কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উখিয়া–টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ আবদুর রহমান বদি, চকরিয়া–পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী–কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা যুবলীগে সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, কক্সবাজার পৌরসভার অপসারিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য এথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, সাবেক ছাত্রলীগ নেতা মুনাফ সিকদারসহ ৫২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা রুজুর পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এজাহারে গণ–আন্দোলনে ৪ আগস্ট কক্সবাজার শহরের গুনগাছতলা ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সহিংতা, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।