সরকারের পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের মাতারবাড়ি ও মহেশখালীতে আটটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে আগামী ৩০ বছরে ৩০ হাজার মানুষ বায়ুদূষণজনিত রোগে ভুগে মারা যেতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবাদীরা। মঙ্গলবার গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে একথা বলা হয়। সিআরইএ’র প্রধান বিশ্লেষক লরি মিলিভিরতা বলেন, মহেশখালী ও মাতারবাড়িতে প্রস্তাবিত আটটি বিদ্যুৎকেন্দ্রের সবকটি নির্মাণ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ হাব। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রভাব নিরূপণ করায় চরম গাফিলতি করা হয়েছে এবং এগুলোর ব্যবস্থাপনা পদ্ধতিও খুব দুর্বল। খবর বিডিনিউজের।
তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্রগুলো চট্টগ্রাম অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এবং নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের কারণ হতে পারে। যেমন বায়ুতে বিষাক্ত উপাদানের উপস্থিতি বেড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ও সংলগ্ন এলাকায় পর্যটকের সংখ্যা হ্রাস পেতে পারে।