কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ আটক দুই

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে শহরের সুগন্ধা বিচ এলাকার হোটেল প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন ঝাউবন থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়ার জকরিয়া সওদাগরের পুত্র ইকবাল হোসেন ফয়সাল (৩৪) ও ছোট মহেশখালী লাম্বা ঘোনা এলাকার মো. আবুল কালামের পুত্র মো. আরমান হোসেন (৩৪)

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আগ্নেয়াস্ত্রসহ ২ জন লোক ঝাউবাগানে অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় অস্ত্রসহ ২ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি দেশীয় এলজি, ২টি একনলা বন্দুক।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সেনাবাহিনীর হাতে মাদক সেবনকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেই দিনমজুরকে নগদ অর্থসহায়তা