কক্সবাজারে ‘আঁরা রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে ‘আঁরা রোহিঙ্গা’ শীর্ষক পক্ষকালব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী গত বৃহস্পতিবার কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও কঙবাজার আর্ট ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীটি চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শরণার্থী শিবিরের ১০ জন মেধাবী রোহিঙ্গা আলোকচিত্রীর সামষ্টিক কর্ম ও কুশলতা এই প্রদর্শনীর মধ্য দিয়ে উপস্থাপিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধন করেন কক্সবাজারস্থ শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইচসিআর এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জোহানেস ভন ডার ক্ল। অনুষ্ঠানে কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরওয়ার রানা সূচনা বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে রোহিঙ্গা আলোকচিত্রীদের তোলা ৫০টি ছবি এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাস্তুচ্যূত হওয়া বাংলাদেশীদের ১০টি ছবি। আয়োজকরা জানান, প্রদর্শনীটি উপস্থাপনে কিউরেটর হিসাবে কাজ করেছেন আন্তর্জাতিক শিল্পী ডেভিড পালাজন, রোহিঙ্গা আলোকচিত্রী সাহাত জিয়া হিরো এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর আমেনা খাতুন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ব্লাড গ্রুপিং ক্যাম্প
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল চাই না