কক্সবাজারে অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের নাজিরারটেক মোহনায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্র ও গুলিসহ সাত জলদস্যুকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাতে র‌্যাব১৫’র একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল রোববার দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আটকরা হলেন মহেশখালীর সোনাদিয়া এলাকার মৃত বাহাদুর মিয়ার ছেলে মো. মঞ্জুর আলম ওরফে মঞ্জু (৩৮), বাঁশখালীর ছনুয়া এলাকার আবু তাহেরের ছেলে মো. বাহার উদ্দিন বাহার ওরফে মাহবুব (৩২), কুতুবদিয়ার কালুয়ার ডেইল এলাকার মৃত সামছুল আলমের ছেলে মকছুদ আলম (৩২), পেকুয়ার কাকপাড়ার মৃত ছৈয়দুল করিমের ছেলে মো. তোফায়েল (২১), চকরিয়ার বরইতলী ইউনিয়নের বদিউল আলমের ছেলে মো. দিদার (৩০), হাটহাজারীর মাদর্শা ইউনিয়নের মৃত মো. ইছহাকের ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়া পাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে মোহাম্মদ রাশেদ (২৭)। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক জানান, আটক মো. মঞ্জুর আলম ওরফে মঞ্জু একজন চিহ্নিত জলদস্যু। তার নিজের নামে একটি বাহিনীও রয়েছে। তার নামে কক্সবাজার সদর থানাসহ বিভিন্ন থানায় ৯টির বেশি মামলা রয়েছে। এছাড়া আটক অন্যদের বিরুদ্ধেও সাগরে জলদস্যুতাসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, রোববার ভোররাতে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে সশস্ত্র একদল লোক মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে আটকদের হেফাজত ও ঘটনাস্থল তল্লাশি করে পাওয়া যায় ৩টি দেশিয় তৈরি বন্দুক, ৭টি গুলি, ২টি লম্বা কিরিচ, ২টি চাকু, ২টি টর্চ লাইট ও ৭টি বাটন মোবাইল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এইচ এম সাজ্জাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ কর্মীর ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন
পরবর্তী নিবন্ধএক দিনে এত ডেঙ্গু রোগী এ বছর দেখা যায়নি