কক্সবাজারে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে পেকুয়ার চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নগদ ১০ হাজার টাকাও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।
গ্রেপ্তারকৃতরা হলেন, পেকুয়া উপজেলার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাসেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কিল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৫) ও পূর্ব বিলাহা চুড়া এলাকার আক্তার আহমদের ছেলে মো. দিদারুল ইসলাম (৩৫)। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংযে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের পেকুয়ার চৌমুহনী এলাকায় অস্ত্র বেচাকেনা হবে- এ খবরে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বেচা-কেনার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে সিগারেট কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার হত্যা মামলার আসামি লামায় গ্রেপ্তার