কক্সবাজারের ৯ থানায় একযোগে নতুন ওসির যোগদান

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার নয় থানার সবখানে একযোগে নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গতকাল সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার পর সব ওসি দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান নবনিযুক্ত ওসিদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, দায়িত্বগ্রহণের পর গতকাল সন্ধ্যায় স্বস্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করেন নবনিযুক্ত ওসিরা।

তিনি জানান, উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম, ও কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন দায়িত্ব পেয়েছেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ হাসান
পরবর্তী নিবন্ধনির্বাচনের দিনই গণভোট : সিদ্ধান্ত মেনে নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দল