কক্সবাজারের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার ছয়তলা বিল্ডিং ক্রোকের আদেশ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেবতোষ চক্রবর্তীর আড়াই কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেবতোষ চক্রবর্তীর চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বাকলিয়া মৌজার কল্পলোক আবাসিক এলাকায় ২ দশমিক ৭০ শতক জমিতে নির্মিত ৬তলা বিশিষ্ট বিল্ডিংটি জমিসহ ক্রোক করার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযুক্ত দেবতোষ চক্রবর্তী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার স্থায়ী বাসিন্দা।

দুদক সূত্র জানায়, দেবতোষ চক্রবর্তী কক্সবাজার এলএ শাখার অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে ঘুষ গ্রহণ ও অবৈধ লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ব্যাপারে অনুসন্ধান করছেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমদ।

তিনি আদালতকে জানান, ভূমি কর্মকর্তা দেবতোষ চক্রবর্তী দুদকের অনুসন্ধান শুরু করার পরপরই অগ্রণী ব্যাংকের লালদিঘি ইস্ট কর্পোরেট শাখা থেকে ৪৪ লাখ টাকা ও গত ৩১ জুলাই ৫ লাখ টাকা উত্তোলন করেন। নির্মিত ৬তলা ভবনটি অন্যত্র বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন আসামি। এর প্রেক্ষিতে আদালতে সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়।

আদালতে দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পিপি এডভোকেট সিরাজ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্থায়ী প্রশাসক শিগগিরই : হাসান আরিফ
পরবর্তী নিবন্ধচাহিদা বিবেচনা না করে প্রকল্প, খোলা আকাশের নিচে সাড়ে ৫শ’ ওয়াগন