কক্সবাজারের ‘বনের রাজা জাহাঙ্গীর’ বায়েজিদে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী খুনসহ ৮ মামলার আসামি ‘বনের রাজা জাহাঙ্গীর’ ওরফে ডাকাত জাহাঙ্গীর (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ফকিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর পেকুয়া থানাধীন জাফর আলমের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। গতকাল রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘জাহাঙ্গীর আলম পেকুয়া এলাকার ত্রাস। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, অবৈধভাবে বন দখল ও বনজ সম্পদ ধ্বংস, অস্ত্র ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে। বন দখলের কারণে সে বনের রাজা জাহাঙ্গীর নামেও বেশ পরিচিত। গত ২৪ এপ্রিল পেকুয়া নেজাম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিও জাহাঙ্গীর।’ তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন সন্ত্রাসীদের নিকট হতে অবৈধ অস্ত্র কিনে নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধনদীতে নৌযান নয়, চলছে ট্রাক্টর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সরকারি পুকুর ভরাটের অভিযোগ