কক্সবাজারের পুলিশ সুপার করোনা আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান করোনা আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষার পর এ ফলাফল আসে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে’ রয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে যোগদান করেন। কয়েকদিন আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র সাথে কক্সবাজারের বিভিন্ন থানা পরিদর্শন ও নবাগত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন। শুক্রবার পুলিশ সুপারের করোনা ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ কর্মকর্তারাও স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন এবং করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যার পর কমেছে ‘বন্দুকযুদ্ধ’
পরবর্তী নিবন্ধউচ্চ আদালতে আপিল করতে ঢাকায় মিন্নির বাবা