কক্সবাজারের নতুন এসপি সাইফউদ্দীন শহীদ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাইফউদ্দীন শহীদ।

মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে কক্সবাজারে বদলি করা হয়।

এর আগে ইয়াবা কারবারে জড়িয়ে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন সাবেক পুলিশ সুপার রহমত উল্লাহ। গোয়েন্দা পুলিশের এক পরিদর্শকসহ ৭ সদস্যের সঙ্গে মিলেমিশে ৩ লাখ ইয়াবা কারবার করেছিলেন জেলা পুলিশের এ কর্তা। একই আদেশে তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে তাঁকে।

এদিকে যোগদানের আগেই বদলি হয়েছেন উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। সোমবার পুলিশ পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে তাকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাঁয়ের কৃষক
পরবর্তী নিবন্ধট্রেন অভিযান