কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল লবণ চাষীর

ঈদগাঁও প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল নুর আহমদ (৪০) নামের এক লবণ চাষীর।

নিহত নুর মোহাম্মদ ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নাপিত খালী কৈলাশের ঘোনা এলাকার গোলাম সোবাহানের ছেলে।

৮ মার্চ (জুমাবার) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বর্ণিত স্থানে। নিহতের স্বজনরা জানান, নুর মোহাম্মদ ঘটনার দিন নতুন অফিস বাজার থেকে ইজিবাইক (টমটম) যোগে ঈদগাঁও যাওয়ার পথে ঢালার দোয়ার নামক স্থানে পৌঁছালে ইজিবাইক (টমটম) গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় যাত্রীবাহি একটি বাস।

ওই সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

চমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯ মার্চ ( শনিবার) রাত ১০ টার দিকে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ নিখোঁজের ১০ বছর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে দুই দোকান পুড়ে ছাই