কক্সবাজারের ঈদগাঁওতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয় আরো অন্তত ৩ যাত্রী।
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বিকাল চারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাককুম পাড়া এলাকার ছেনুয়ারা বেগম(৪৫) ও একই এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক যিশান(২৩)।
তবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী একটি বাস কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ ২ জন নিহত হয়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।










