কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নং সতর্ক সংকেত

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:১৯ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়লা ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা গেছে, লাল-হলুদ পতাকা টাঙানো আছে। এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে গোসলে নামার জন্য। তাই সৈকতে সতর্ক সংকেত উপেক্ষা করে অনেক পর্যটক গোসলে নেমেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে লাইফগার্ড, বীচকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচসিক সাবেক কাউন্সিলর জসিমের ভাইকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় টমটম চালকের লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার