কক্সবাজারসহ চার জেলার এসপিকে প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর তাকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয়। গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরেকটি চিঠিতে তাঁকে আজকের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

এদিকে বিডিনিউজ জানায়, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারকেও একদিনের মধ্যে ঢাকায় ‘রিপোর্ট’ করতে বলেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের কর্মকর্তারা বলছেন, এরকম নির্দেশের অর্থ হচ্ছে তাদের দায়িত্বস্থল থেকে প্রত্যাহার করে নিয়ে আসা। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘চারজনকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের আগামীকালই (মঙ্গলবার) রিপোর্ট করতে হবে।’অন্য তিন এসপি হলেন যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম তাদের প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন : উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপটিয়ার ভয়ঙ্কর ছিনতাইকারী ব্যানেট সাইমন গ্রেপ্তার