কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে রামু এলাকায় চলন্ত অবস্থায় দুষ্কৃতকারীর ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) ঘটনাটি ঘটে ট্রেনটি রামু অতিক্রম করার সময়।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিকে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক সেবা দেন।
প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি স্বাভাবিকভাবেই গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।












