কক্ষপথ থেকে পৃথিবীর চেহারা দেখাল যুক্তরাষ্ট্রের গোপন প্লেন

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

পৃথিবীর কক্ষপথে রহস্যময় এক মহাকাশ প্লেন কী করছে তার কীর্তির ঝলক রোজ দেখা যায় না। তবে, এ সপ্তাহে মহাকাশে একটি স্পেস প্লেন থেকে তোলা পৃথিবীর একটি ছবি প্রকাশ করেছে মার্কিন স্পেস ফোর্স। গত বছর পৃথিবীর এ ছবিটি তুলেছে এক্স৩৭ বি নামের স্পেস প্লেনটি। খবর বিডিনিউজের।

২০২৩ সালের ২৯ ডিসেম্বর, নিজের সপ্তম মিশন অরবিটাল টেস্ট ভেহিকল বা ওটিভি৭ শুরু করে এক্স৩৭বি, যেখানে প্লেনটি মহাকাশে বিকিরণের বিভিন্ন প্রভাব এবং স্পেস ডোমেইন অ্যাওয়্যারনেস বা এসডিএ প্রযুক্তি পরীক্ষা করে দেখেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

মিশনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এর আগের মিশনটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে পৃথিবীর কক্ষপথে ওড়ার নতুন রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরেছিল ২০২২ সালের নভেম্বরে। ওই সময় স্পেস প্লেনটি পৃথিবীর কক্ষপথে ছিল টানা ৯০৮ দিন। বর্তমানে প্রকাশ পাওয়া পৃথিবীর এ ছবিটিতেও খুব বেশি তথ্য নেই। তবে মহাকাশে থাকা স্পেস প্লেনটির এক বিরল চেহারা সামনে এনেছে ছবিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ স্পেস ফোর্স লিখেছে, এক্স৩৭বিএর অনবোর্ড ক্যামেরাটি প্লেনটির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ২০২৪ সালে এইচইওতে পরীক্ষা চালানোর সময় ক্যামেরায় ধরা পড়ে পৃথিবীর এ ছবিটি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ কর্মী ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
পরবর্তী নিবন্ধজার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থিদের উত্থান