পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় যোগ হলো নতুন সাফল্য। খবর বাংলানিউজের। দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে এবং সেখান থেকে সফলভাবে কার্যক্রম শুরু করেছে। গত শনিবার পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন সূত্রে এতথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।
জানা গেছে, স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। কক্ষপথে পৌঁছানোর পর এটি স্থলভিত্তিক স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করেছে এবং ইতোমধ্যে উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করে পাঠানো শুরু করেছে। সুপারকো জানিয়েছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য জাতীয় জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশেষ করে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, শহরের বিস্তার পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া হিমবাহ গলে যাওয়া, বন উজাড় কিংবা জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি পর্যবেক্ষণেও স্যাটেলাইটটি কার্যকর হবে।