কউকের নতুন চেয়ারম্যান সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সালাহউদ্দিন। গত বুধবার রাতে প্রকাশ হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার একটি প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান সালাহউদ্দিন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। কর্মজীবনে তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সর্বশেষ লবণ বোর্ডের অতিরিক্ত সচিব পদ থেকে অবসর নিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভোগকৃত অবসরজনিত সরকারি সুযোগসুবিধা স্থগিত, ব্যবসা, চাকরি বা অন্য যেকোনো পেশা ত্যাগের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৫ সালের ৬ জুলাই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ফোরকান। তিনি টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এই তিন মেয়াদের ছয় বছরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করেছেন। এরপর ২০২২ সালের ২৩ আগস্ট বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে সালাহউদ্দিনকে চেয়ারম্যান নিযুক্ত করেছে সরকার।

পূর্ববর্তী নিবন্ধসংশোধনী
পরবর্তী নিবন্ধকামালে ইশকে মুস্তফা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৈয়দ আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন