কই মাছ তোর বাস কই?
জল ছেড়ে তুই যাস কই?
বোশেখ–মেঘে আগুন ঢাক
কানকো খোলা মিছিল ঝাঁক
ভয়ের চোটে ছাড়িস ঘর?
খুঁজিস নাকি শুকনো চর?
দেখলি কেমন জগৎখান?
চিল শুকুনের শুনিস গান!
সাবধানী তুই হোস রে কই
সাধুবেশী কসাই ওই
দিচ্ছেরে শান ছুরিটি
মাছ কুটোনির পাষাণ ঝি।
কই মাছ তুই জলে থাক
বুবুর শাড়ির নক্শা আঁক।