ও রাসেল, রাসেল-নামে এতো করে ডাকি
লু’কে আছো সকলকে দিয়ে তুমি ফাঁকি?
উঠোনেতে, বাগিচায় খুঁজি ধেই ধেই
ইসকুল ঘর ও মাঠে কোত্থাও নেই।
আশ-পাশে লেক-ধারে সবুজের বন
ঝরো ঝরো ঝরনার ধারা অবিরল।
ক্রিং ক্রিং তেমন আর বাজে না তো বেল
অসহায় পড়ে আছে সেই সাইকেল।
উঠোনের আঙ্গিনায়ও নেই দেখি তুমি
হই চই কোলাহল খুশি ঝুমঝুমি।
ডানে খুঁজি বামে খুঁজি সামনেও পিছে
হদিস তো নেই বুঝি খুঁজে মরি মিছে।
খুঁজছি তো কতো, নেই-হিসেব তো তারই
তুমি ছাড়া কী নিরব বত্রিশ বাড়ি।
তুমি ছাড়া রোদ-চাঁদ হায়রে না হাসে
হাসু আর রেহানা’পু শোক-জলে ভাসে।
পাই না তো খুঁজে! দেখি খানিকটা পরে-
ইতিহাস হয়ে আছো তুমি চিরতরে।