ও.ইন্ডিজের সব ক্রিকেটারই করোনা নেগেটিভ

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের কারণে এখন সবকিছুই যেন এলোমেলো। সবকিছু এখন নিয়মের বেড়াজালে বন্দী। করোনা পরীক্ষা, কোয়ারেন্টাইন আরো কত কি। গত রোববার সকালে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটাররা। তারপর কেটে গেছে ৪৮ ঘন্টা। হোটেল রুমে এক ধরনের বন্দী জীবন কাটাতে হচ্ছে তাদের। আরও দুদিন তাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। আগামীকাল থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা। এদিকে নিয়ম মেনেই বাংলাদেশে আসার পর কোভিড-১৯ পরীক্ষা হয়েছে ক্যারিবীয় ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সে পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ বহরের সবাই নেগেটিভ অর্থাৎ করোনামুক্ত আছেন। আগামীকাল বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করবে ক্যারিবীয়রা। যেখানে ১৪ থেকে ১৭ জানুয়ারী এ চারদিন অনুশীলনের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যেই গা গরমের ম্যাচে অংশ নেবে সফরকারীরা। পরে ২০ জানুয়ারি থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে রানার ফ্রেন্ডশিপ শ্যুটিং প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাইডেনের শপথ গ্রহণের দিন হামলা হতে পারে