ওয়েস্ট ইন্ডিজ দলের চট্টগ্রাম সফর উপলক্ষে সমন্বয় সভা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

করোনাকাল হলেও বাংলাদেশে মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ঢাকায় সম্পন্ন হয়েছে অত্যন্ত সুষ্টভাবে। ঢাকায় আরো একটি ম্যাচ রয়েছে আগামীকাল। সেটি শেষ করে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম আসবে আগামী ২৩ জানুয়ারী। আগামী ২৫ জানুয়ারী জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে। এরপর এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ৩ ফেব্রুয়ারী চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যা শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারী। এরপর দু’দল আবার ফিরে যাবে ঢাকায়। আর সেখানে হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। এদিকে চট্টগ্রামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সফরকে সুন্দরভাবে সম্পন্ন করতে গতকাল সার্কিট হাউজে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। যেখানে সরকারী নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিজিএফআই ডেট কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আতাউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মো মোমিনুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রষ্টিানের প্রধানগণ। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ দলের চট্টগ্রাম সফরকে সফল করে তুলতে সকল সেবা সংস্থা সমূহকে দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানান। স্বাস্থ্য বিধি মেনে এই সফর আয়োজিত হচ্ছে বিধায় তিনি দর্শকদের বাসায় বসে খেলা উপভোগ করার অনুরোধ জানানোর পাশাপাশি বিসিবি’র নির্দেশনা মেনে সাংবাদিকদের ম্যাচ কাভার করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম
পরবর্তী নিবন্ধচীনের উইঘুর নিপীড়ন গণহত্যা : যুক্তরাষ্ট্র