ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের বেশিরভাগ সময় বৃষ্টি কেড়ে নিয়েছে। তারপরও প্রথম ইনিংসে বড় সংগ্রহ করেছিল ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল পড়ে ফলো অনে। শেষদিনে ছিল ইনিংস হার এড়ানোর লড়াই। শেষ পর্যন্ত সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে সেটি পেরেছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪২৭ রান তোলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলো–অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করলে চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। কোনো উইকেট না হারিয়ে ৫ রান নিয়ে শুক্রবার ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন শুরুতেই ফিরে যান জাকির হাসান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার কেলভিন জর্ডানের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর আগের ইনিংসে সেঞ্চুরির কাছে যাওয়া সাইফ হাসানও ফিরেন দ্রুত। ১টি চারের সাহায্যে ১৪ বলে ৬ রান করে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দেন। বড় ইনিংস খেলতে পারেননি আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়ও। ৪২ বলে ২০ রান করে জয় ও ৮ বলে ৯ রান করে আউট হন আফিফ। বাংলাদেশের হয়ে লড়েন উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম। আউট হওয়ার আগে ৯ চারে ৯০ বলে ৬৪ রান করেন তিনি। এছাড়া শেষদিকে ৬৭ বলে ৩৬ রান করে জাকের আলি অনিক দলের বিপর্যয় এড়ান। ৪১ বলে অপরাজিত ২০ রান আসে রিশাদ হোসেনের ব্যাটেও।












