দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। কয়েকভাগে ভাগ হয়ে এ সফরে গিয়েছে টাইগাররা। গত শুক্রবার সবার আগে গিয়েছেন মুমিনুল হক, এবাদত হোসেনরা। বাকিরা চলে গিয়েছে গত সোমবারের মধ্যে। তাই ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বেশ ভালো সময় পেয়েছেন ক্রিকেটাররা। যদিও সেটা অনেকটাই কম। যেহেতু সবাই একসাথে যেতে পারেনি। গত রাত থেকে ওয়েস্ট ইন্ডিজ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। তবে সেটা আনুষ্টানিক কোন ম্যাচ দিয়ে নয়। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুততি ম্যাচ দিয়ে মিশন শুরু করেছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের এই সফরে সবার আগে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তাই তারা অন্তত সাতদিন সময় পেয়েছে। তবে দলগতভাবে অনুশীলনের সুযোগ পেয়েছে একদিন। আর সে অনুীশলন নিয়েই গতকাল মাঠে নামতে হয়েছে টাইগারদের প্রস্তুতি ম্যাচ খেলতে। তারপরও সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছেন বলে জানিয়েছেন শান্ত। তিনি বলেণ আমরা আগে এসেছি কয়েকজন। যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে এসেছি আমরা তাই ভ্রমনের যে ক্লান্তি রয়েছে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আগে আসার কারণে আমরা জিম করেছি, একটু মজাদার গেমস খেলেছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা ভালো হয়েছে।
আগামী ১৬ জুন থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু করেছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। শান্ত বলেন বৃহস্পতিবার প্রথম অনুশীলন সেশন ছিল আমাদের। খুব ভালো অনুশীলন হয়েছে। ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি আমরা । এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। যে প্রস্তুতি ম্যাচটি খেলব আমরা সেটাতে আশা করছি সেটাতে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো। তবে এই প্রস্তুতি ম্যাচে নিজেদের অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। কারন তিনি এখনো ওয়েস্ট ইন্ডিজে পৌছাতে পারেনি। প্রাথমিকভাবে নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র থেকে ১০ জুন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচ খেলতে পারতেন তিনি। কিন্তু জানা গেছে আজ শনিবার দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু প্রস্তুতি ম্যাচটি শুরু হয়ে গেছে গতরাত থেকে। কাজেই অধিনায়ক পাচ্ছেননা নিজেকে ঝালাই করে নেওয়ার সুযোগটা।