বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমে অনুষ্ঠিত হবে দুটি চার দিনের ম্যাচ। চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট, আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১০ আগস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ১০টায়। তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ আগস্ট।











