ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:২৩ পূর্বাহ্ণ

সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে করেছে ১৬৩ রান। সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে তোলে ৩৫ রান। ১০ রান করে এনামুল ফিরলে ভাঙে এ জুটি। সাকিব এসে সুবিধা করতে পারেনি মোটেও। ফিরেছেন ৫ রান করে। তৃতীয় উইকেটে লিটন এবং আফিফ মিলে যোগ করেন ৫৭ রান। ৪৯ রান করে ফিরেন লিটন। তার ৪১ বলের ইনিংসে ৩ টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে আরো ৪৯ রান যোগ করেন আফিফ। ২০ বলে ২২ রান করেন টাইগার অধিনায়ক। মাহমুদউল্লাহ ফেরার পরপরই ফিরেন আফিফ। নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফিরেন আফিফ। তার ৩৮ বলের ইনিংসে রয়েছে ২টি চার এবং ২টি ছক্কার মার। শেষ পযর্ন্ত ১৬৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব
পরবর্তী নিবন্ধঅন্তত দুটি করে গাছ লাগান